মেরঠ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশই সার। ফের রাস্তায় দম্পতিকে হেনস্থা করার অভিযোগ উঠল হিন্দু যুব বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ, সংগঠনের কয়েকজন সদস্য মিলে এক ব্যক্তিকে মারধর করে এবং তাঁর হবু স্ত্রীর সঙ্গেও অভব্য আচরণ করে। ঘটনাটি ঘটেছে মেরঠে।


খবরে প্রকাশ, বুধবার রাতে হিন্দু যুব বাহিনীর কয়েকজন সদস্য ওই যুগলকে হেনস্থা করে বলে অভিযোগ। পুলিশ জানায়, ওই যুগল ভিন-ধর্মের। স্কুটারে চেপে হবু-শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন ওই ব্যক্তি।


এমন সময়ে বাড়ির সামনে রাস্তা আটকে দাঁড়ায় জনা ছয়েক ব্যক্তি। নিজেদের তারা হিন্দু যুব বাহিনীর সদস্য বলে দাবি করে। মহিলার সঙ্গে অভব্য আচরণ করার পাশাপাশি, তাঁর হবু-স্বামীকে বেধড়ক মারে ওই ব্যক্তিরা। ওই ব্যক্তির ভাই বাঁচাতে এলে, তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ।


এখানেই শেষ নয়। ওই দুই ব্যক্তিকে থানায় নিয়ে যায় অভিযুক্তরা। দাবি করে, এই দুজন না কি মহিলার সঙ্গে অভব্যতা করছিলেন। তাদের কথার ভিত্তিতে ওই ব্যক্তি ও তাঁর ভাইকে গ্রেফতার করে পুলিশ। পরে, মহিলা গিয়ে সত্য ঘটনা বলে ছাড়িয়ে আনেন।


সম্প্রতি, রাজ্যে অ্যান্টি-রোমিও স্কোয়াডের গঠন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লক্ষ্য ছিল, রাস্তায় মহিলাদের হেনস্থা রোখা এবং হেনস্থাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। কিন্তু, বহুক্ষেত্রে হেনস্থাকারী বলে সাধারণ যুগলদের হেনস্থা করছে অ্যান্টি-রোমিও স্কোয়াড বলে অভিযোগ উঠেছে।


যার প্রেক্ষিতে, মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, কেউ যেন রাস্তা দিয়ে হাঁটা যুগলদের বিরক্ত বা হেনস্থা না করে। কিন্তু, তাঁর নির্দেশ যে কেবলই সার, তা এই ঘটনাতেই প্রমাণিত।