আমদাবাদ: এবার গুজরাতে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’ গঠন করার পরিকল্পনা করল হিন্দু যুব বাহিনী।


উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে ২০০২ সালে তৈরি হয় এই সংগঠন। গুজরাতে নিজেদের শাখা সংগঠনকে সক্রিয় করতে তৎপর হয়েছে হিন্দু যুব বাহিনী। তারা চায়, গুজরাতের বিজেপি সরকার ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’-কে পুনরুজ্জীবিত করুক।


প্রসঙ্গত, ১৯৯৮ সালে প্রথমবার গুজরাতে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’-এর পত্তন হয়েছিল। কিন্তু, মোদী-রাজ্যেই তা সুপ্ত হয়ে থেকে গিয়েছে। চলতি বছর উত্তরপ্রদেশে ক্ষমতা দখলের পর সেখানে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’-কে চালু করেন আদিত্যনাথ।


উদ্দেশ্য, রাজ্যজুড়ে মহিলাদের শ্লীলতাহানি, ইভ-টিজিং, মহিলাদের উদ্দেশ্যে অশালীন আচরণ এবং কটূক্তি করার মতো ঘটনায় বেড়ি পরানো। উত্তরপ্রদেশে ‘অ্যান্টি-রোমিও স্কোয়াড’-এর সাফল্যকে মাথায় রেখে এবার গুজরাতেও তা পুনরুজ্জীবিত করতে চাইছে হিন্দু যুব বাহিনী।


হিন্দু যুব বাহিনীর গুজরাত শাখার সভাপতি শৈলেন্দ্র পাঠক জানান, তাঁদের সংগঠনে মোট ১১ হাজার সদস্য রয়েছে। গত তিন বছর ধরে তারা রাজ্যে রয়েছেন, কিন্তু, নিষ্ক্রিয়। পাঠক বলেন, এখন আমরা সক্রিয় হতে চাই।


গেরুয়া-শিবির ঘনিষ্ঠ হিন্দু যুব বাহিনীর দাবি, গত ৬ মাসে অন্তত ৬ লক্ষ নতুন সদস্য তাদের সংগঠনে যোগ দিয়েছে। তাদের পরিকল্পনা, দেশজুড়ে হিন্দু সংস্কৃতির প্রসার। একইসঙ্গে, হিন্দু থেকে অন্য ধর্মে ধর্মান্তরণ এবং গো-হত্যা রোখা।