সব ভারতীয়ই হিন্দু, সবার জন্য খোলা হিন্দুধর্মের দরজা, বললেন ভাগবত
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2017 03:58 PM (IST)
হরিদ্বার: সব ভারতবাসীই আদতে হিন্দু, হিন্দুধর্মের দরজা সবার জন্যই খোলা। বললেন মোহন ভাগবত।
আরএসএস প্রধানের জন্মদিন ছিল সোমবার। তাঁর জন্মদিন পালনে এখানকার পতঞ্জলি যোগপীঠে অনুষ্ঠানের আয়োজন করেন বাবা রামদেব। সেখানেই ভাগবত বলেন, আমরা মানুষের ধর্ম বদল করিয়ে হিন্দু বানাই না। আমাদের বিশ্বাস, আমাদের পূর্বসূরীরা আসলে হিন্দু ছিলেন, আমরা আজ যে সম্প্রদায়, ধর্মেরই লোক হই না কেন। যেহেতু আমরা মনে করি, সকলেই আদতে হিন্দু, তাই আজও হিন্দুধর্মের দরজা সবার জন্যই উন্মুক্ত।
যোগগুরু জন্মদিনের উপহার হিসাবে গদা তুলে দিয়ে তাঁকে হিন্দুধর্মের শিখা প্রজ্জ্বলিত রাখার আবেদন করেন।
গতকাল গঙ্গা আরতি উপলক্ষ্যে ও সাধু সন্তদের আশীর্বাদ নিতে সুরাতগিরি আশ্রমে যান ভাগবত। তাঁকে সেখানে গিয়ে শুভেচ্ছা জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিংহ রাওয়াত। ভাগবতকে বই, কেদারনাথ মন্দিরের রেল্পিকা উপহার দেন মুখ্যমন্ত্রী।
আশ্রমে ১৯৯৯-এর কারগিল যুদ্ধে নিহত হওয়া ক্যাপ্টেন বিক্রম বাত্রা ও ক্যাপ্টেন মনোজ পান্ডের অভিভাবকদের সংবর্ধনা দেন ভাগবত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -