উদুপি (কর্নাটক): অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া পর্যন্ত হিন্দুদের অবশ্যই অন্তত চারটি করে সন্তানের জন্ম দেওয়া উচিত। 'জনসংখ্যার ভারসাম্যহীনতা' রোধ করতে এমনই দাওয়াই দিলেন হরিদ্বারের ভারত মাতা মন্দিরের স্বামী গোবিন্দদেব গিরিজি মহারাজ। এখানে তিনদিনের ধর্ম সংসদের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সামনে তিনি দম্পতি পিছু দুটি সন্তানের নিয়ম শুধু হিন্দুদের বেলায়ই সীমিত রাখা উচিত নয় বলেও অভিমত জানান।
স্বামীর বক্তব্য, সরকার সর্বোচ্চ দুটি করে সন্তানের সংখ্যা বেঁধে দিতে চায়। কিন্তু অভিন্ন দেওয়ানি বিধি যতদিন না কার্যকর হচ্ছে, হিন্দুদের কম করে চারটে করে বাচ্চা হওয়া উচিত। তাঁর দাবি, অতীতে যেখানেই হিন্দু জনসংখ্যা হ্রাস পেয়েছে, সেই এলাকা ভারতের হাতছাড়া হয়েছে। ফলে জনবিন্যাসের ভারসাম্য নষ্ট হয়েছে। তাই দুই সন্তানের বিধি শুধু হিন্দুদের ক্ষেত্রে সীমিত থাকলেই চলবে না।
গোরক্ষায় নজরদারি চালানোর নাম করে কিছু দুষ্কৃতী ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছে বলেও দাবি করেন তিনি। বলেন, গোরক্ষকরা শান্তিপ্রিয় মানুষ। কিছু স্বার্থান্বেষী মানুষ ওদের দুর্নাম করছে। তারা গোরক্ষকদের বেশে ব্যক্তিগত বিবাদ মিটিয়ে ফেলতে ঘটনা ঘটাচ্ছে।
বিশ্ব হিন্দু পরিষদ আয়োজিত মেগা ইভেন্টে সারা দেশ থেকে ২ হাজারের বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন।
অভিন্ন দেওয়ানি বিধি চালু হওয়া পর্যন্ত হিন্দুদের অবশ্যই অন্তত চারটি করে সন্তান চাই, মত হরিদ্বারের সাধুর
Web Desk, ABP Ananda
Updated at:
25 Nov 2017 05:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -