আমেরিকায় ভারতীয় যুবককে গুলিতে খুন: ‘তিলক’, ‘টিপ’ পরার পরামর্শ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Feb 2017 06:56 PM (IST)
নয়াদিল্লি: মুসলমানদের থেকে নিজেদের ভিন্ন চেহারা তুলে ধরতে হিন্দু পুরুষদের উচিত, কপালে তিলক আঁকা। আর হিন্দু মহিলাদের টিপ পরা উচিত। মন্তব্য করেছেন হিন্দু সংহতি সভাপতি তপন ঘোষ। কানসাসে ভারতীয় যুবক শ্রীনিবাস কুচিভোটলার মৃত্যুর জেরে তপনবাবুর মন্তব্য, নিজেদের নিরাপত্তার কথা ভেবেই হিন্দুদের এটা করা উচিত। হিন্দু সংহতি প্রেসিডেন্টের বক্তব্য, মার্কিন বন্দুকবাজ বুঝতে পারেনি, যাঁকে সে টার্গেট করেছে, তিনি মুসলমান নন, হিন্দু। তাই ভুল করে মধ্যপ্রাচ্যের মানুষ ভেবে তাঁর ওপর গুলি চালায় সে। কিন্তু যদি শ্রীনিবাসের কপালে তিলক থাকত, তবে তাঁকে হিন্দু বলে চেনা যেত। হেট ক্রাইমের শিকার হতে হত না তাঁকে। তপনবাবুর প্রশ্ন, জঙ্গিরা কি বিচার করে, আপনি হিন্দু না মুসলমান? তাই মুসলমান মৌলবীদের তাঁদের সমর্থকদের বলা উচিত, প্রাণরক্ষার জন্য হিন্দু বা খ্রিস্টান প্রতীক ধারণ করতে। গুরুত্বপূর্ণ তথ্য হল, এই তপন ঘোষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত সমর্থক। ট্রাম্পের বহু টুইট রিটুইট করেন তিনি। ট্রাম্পের মতামত, নীতি- তাঁর পূর্ণ সমর্থন পায়।