মুম্বই: শিবসেনার বিজেপিকে নিশানা করে তোপ দাগা চলছেই। বিজেপি ক্ষমতা পাওয়ার পর উদ্ধত হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। ২৫ বছর বিজেপির শরিক থাকার জন্য তিনি দুঃখ করছেন কিনা, জানতে চাওয়া হলে তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক। কিছু ব্যাপারে তো কষ্ট হয়ই কারণ বিজেপির নবীন প্রজন্মের লোকজনের মধ্যে হিন্দুত্বের আদর্শ বোধ দেখা যায় না। একটি মারাঠি চ্যানেলকে তিনি বলেন, ক্ষমতায় এসে ওরা উদ্ধত হয়ে উঠেছে। আমরা সত্যিটা ওদের দেখিয়ে দেব বলেই ২৮ মে পালঘর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে লড়ছি। ঔদ্ধত্যের সঙ্গে আদর্শের লড়াই হবে ওখানে।



উদ্ধব চলতি সপ্তাহের শুরুতে বিরারে এক জনসভায় ছত্রপতি শিবাজীর ছবিতে মালা পরানোর সময় পা থেকে জুতো না খোলায় একহাত নেন যোগী আদিত্যনাথকে। বলেন, শিবাজী মহারাজকে ভগবান মনে করা হয়। তাঁকে ন্যূনতম সম্মান জানাতে জুতো খোলা উচিত ছিল, কিন্তু আদিত্যনাথ তা করেননি। শিবাজী মহারাজকে অপমান করেছেন। আমার ইচ্ছা করছিল, ওর পা থেকে জুতো খুলে মুখে মেরে দিই।
উদ্ধব দলীয় মুখপত্র সামনা-য় আদিত্যনাথকে কটাক্ষ করে এও লিখেছেন, উনি যোগী নন, ভোগী। সত্যি যোগী হলে সব ছেড়ে দিয়ে গুহায় গিয়ে থাকতেন। কিন্তু বসেছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে।
বিজেপিকে আক্রমণ করে উদ্ধব আরও লিখেছেন, বিজেপি পাগলা খুনী হয়ে উঠেছে, ওদের যে-ই বাধা দেবে, তাকে ছুরি বসিয়ে দেবে।