নৈরাজ্য ছড়িয়ে পিডিপিকে দুষে ক্ষমতা ছাড়ল, কাশ্মীরে লোভের জন্য বিজেপিকে ইতিহাস ক্ষমা করবে না, তোপ শিবসেনার
Web Desk, ABP Ananda
Updated at:
21 Jun 2018 07:24 PM (IST)
মুম্বই: বিজেপি নৈরাজ্য ছড়িয়ে জম্মু কাশ্মীরে সরকার ছাড়ল। বলল শিবসেনা। তারা বলেছে, বিজেপি যখন ওই রাজ্যে সন্ত্রাস, হিংসা দমন করতে পারল না, পিডিপির ঘাড়ে দোষ চাপাল। ব্রিটিশরা যেভাবে 'তল্পিতল্পা গুটিয়ে' ভারত ছেড়েছিল, বিজেপিও একই কায়দায় জম্মু ও কাশ্মীরে ক্ষমতা ছাড়ল বলে অভিমত জানিয়েছে তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খোঁচা দিয়ে উদ্ধব ঠাকরের দল বলেছে, দেশ চালানো ছেলেখেলার ব্যাপার নয়।
বিজেপি জোট সরকার থেকে সমর্থন তুলে নেওয়ার পর মেহবুবা মুফতি ইস্তফা দেন। গতকালই জম্মু কাশ্মীরে রাজ্যপালের শাসন জারি হয়, গত এক দশকে এই নিয়ে চতুর্থবার।
দলীয় মুখপত্র সামনা-র সম্পাদকীয়তে শিবসেনা বলেছে, এর আগে কখনও ওখানকার পরিস্থিতি এতটা খারাপ হয়নি, এমন রক্তগঙ্গা বয়ে যায়নি, এত জওয়ানের মৃত্যু হয়নি। এটা হয়েছে কাশ্মীরে বিজেপি আমলে। কিন্তু মেহবুবাকে দোষ দিয়ে ভাল মানুষের মতো বিজেপি ক্ষমতা থেকে বেরিয়ে গেল।
তারা বলেছে, বিজেপির লোভ ছিল বলে কাশ্মীরে সরকার তৈরি হয়েছিল। আর এজন্য চরম মূল্য দিতে হয়েছে দেশ, জওয়ানদের, কাশ্মীরের মানুষকে। তাই ইতিহাস বিজেপিকে ক্ষমা করবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর দল কেন্দ্রে ভোটে জিতে ক্ষমতায় এসেছিল কাশ্মীরে সন্ত্রাসবাদের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু এখন মানুষের ধারণা, কাশ্মীরে কংগ্রেস-ন্যাশনাল কনফারেন্স জোট সরকারই ভাল ছিল। আজ কাশ্মীরীরা সেনাকে আক্রমণ করছে, সন্ত্রাসবাদীরা হামলা করছে সেনা ফাঁড়িতে, জওয়ানরা প্রতিদিন শহিদ হচ্ছে, প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। আর প্রতিরক্ষামন্ত্রী ট্যুইট করে শহিদদের পরিবারকে শোক জানাচ্ছেন!
নরেন্দ্র মোদীর বিদেশ সফরকেও কটাক্ষ করে শিবসেনা বলেছে, উনি দুনিয়া ঘুরছেন, আর রাষ্ট্রপুঞ্জ তার কাশ্মীর সংক্রান্ত রিপোর্টে মানবাধিকার ভঙ্গের অভিযোগে দুষছে সরকারকে।
কাশ্মীরী পন্ডিতদের উপত্যকায় ঘর ওয়াপসি, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের প্রতিশ্রুতির কী হল, তাও জানতে চেয়েছে শিবসেনা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -