নয়াদিল্লি: ২০০২ সালের ‘হিট অ্যন্ড রান’ মামলায় ফের অস্বস্তিতে পড়তে পারেন অভিনেতা সলমন খান। তাঁর বেপরোয়া গাড়ির ধাক্কায় আহত এক ব্যক্তি এবার ক্ষতিপূরণ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন।


 

বম্বে হাইকোর্ট এই মামলা থেকে সলমনকে রেহাই দিয়েছে। কিন্তু মহারাষ্ট্র আদালত সেই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। এবার তার সঙ্গে যুক্ত হল মুসলিম নিয়ামত শেখের স্পেশাল লিভ পিটিশন।

 

সলমনের গাড়ির ধাক্কায় আহত নিয়ামত তাঁর আবেদনে বলেছেন, এই মামলায় তিনি পুলিশের কাছে এবং আদালতে যে জবানবন্দি দিয়েছেন তাকে উপেক্ষা করেই সলমনকে রেহাই দিয়েছে আদালত। আদালতের রায়ে আরও ত্রুটি আছে। সলমনকে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারা অনুসারে শাস্তি দেওয়া উচিত।

 

২০০২ সালের ২৮ অক্টোবর মুম্বইয়ের বান্দ্রায় সলমনের গাড়ির ধাক্কায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির মৃত্যু হয় এবং চার জন আহত হন। গত বছরের ৬ মে আদালত এই অভিনেতাকে দোষী সাব্যস্ত করে। কিন্তু বম্বে হাইকোর্ট তাঁকে প্রমাণের অভাবে রেহাই দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই রায়ের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টে নতুন করে শুনানি হতে চলেছে।