পাঁচ বছরের নাবালকের সঙ্গে জোর করে 'ওরাল সেক্স' এইচআইভি পজিটিভ ব্যক্তির, গ্রেফতার অভিযুক্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Feb 2017 10:20 AM (IST)
নয়াদিল্লি: সমাজ আজ অধঃপতনের দিকে এগোচ্ছে, তা আরও একবার প্রমাণ হয়ে গেল দিল্লিতে গতকাল ঘটে যাওয়া চাঞ্চল্যকর এক ঘটনা থেকে। ৫২ বছরের এক এইচআইভি আক্রান্ত ব্যক্তি জোর করে তাঁর বাড়ির ভাড়াটের পাঁচ বছরের ছেলের সঙ্গে জোর করে ওরাল সেক্স করেছেন। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই পুলিশে অভিযোগ জানিয়েছেন নাবালকের মা। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির মান্ডাওয়ালি এলাকায়। মান্ডাওয়ালি এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সি ওই ব্যক্তির গত সাত-আট বছর ধরে এইচআইভি-র চিকিত্সা চলছে। তাঁর তিনতলা একটি বাড়ি রয়েছে। সেখানেই একটি তলায় নাবালকের বাবা-মাকে ঘর ভাড়া দেন অভিযুক্ত। পরে বাচ্চাটিকে খেলার লোভ দেখিয়ে ছাদে নিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছেন ওই ব্যক্তি। পুলিশের অনুমান, গত কয়েক সপ্তাহে এই নিয়ে তিন থেকে চারবার ওই নাবালকের সঙ্গে এই কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত। গতকালই কোনও ভাবে ছেলের সঙ্গে ঘটে যাওয়া এই নোঙরা ঘটনার কথা জেনে যায় নাবালকের মা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। তাঁর বিরদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা ও পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। ওই ব্যক্তি অন্য শিশুদের সঙ্গেও এই কাণ্ড ঘটিয়েছেন কিনা, খতিয়ে দেখছে পুলিশ। আক্রান্ত শিশুটিকে কাউন্সেলিংয়ের জন্যে পাঠানো হয়েছে।