কানপুর: সারা দেশে ধূমধাম সহকারে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তিন বছর পূর্তি অনুষ্ঠান পালন করছে বিজেপি। এরইমধ্যে উত্তরপ্রদেশ কংগ্রেস মোদী সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কানপুর শহরজুড়ে কয়েকটি হোর্ডিং দিয়েছে। এই হোর্ডিংগুলিতে প্রধানমন্ত্রী মোদীকে ‘আধুনিককালের ধৃতরাষ্ট্র’ হিসেবে দেখানো হয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের কাছে ১০ টি প্রশ্নের জবাব চাওয়া হয়েছে হোর্ডিংগুলিতে। একটি হোর্ডিংয়ে লেখা, ‘মোদী সরকার, তিন সাল বেমিসাল, জনতা পুছ রহি হ্যায় সওয়াল’।

পোস্টারে দেখা গিয়েছে, মোদী সিংহাসনে বসে রয়েছেন। সিংহাসনের ওপর পদ্মফুল (বিজেপির নির্বাচনী প্রতীক),  চোখে সানগ্লাস। এভাবে তাঁকে মহাকাব্য ভারতের দৃষ্টিশক্তিহীন রাজা ধৃতরাষ্ট্র হিসেবে দেখানো হয়েছে। পোস্টারের অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ‘হিন্দু সন্ত’ হিসেবে তুলে ধরা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, পায়ের ওপর পা তুলে বসে রয়েছেন আদিত্যনাথ। কাঁধে লাঠি। লাঠির মাথায় পদ্ম।

পোস্টারগুলিতে নোট বাতিল, কালো টাকা, স্মার্ট সিটি, ৩৭০ ধারা ও বেকারত্ব সহ ১০ টি প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছে।

মোদী ও আদিত্যনাথের ব্যঙ্গছবি সম্বলিত ওই হোর্ডিংগুলি শহরের তিনটি জায়গায় দেওয়া হয়েছে। কানপুর শহরের কংগ্রেস প্রধান হরপ্রকাশ অগ্নিহোত্রী এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, একটি জায়গা থেকে হোর্ডিং সরিয়ে দিয়েছেন বিজেপি নেতারা।

কংগ্রেসের অভিযোগ, ক্ষমতায় আসার আগে মোদী বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তিন বছর পরও চালাকিপূর্ণ কথাবার্তার মাধ্যমে জনগনকে ঠকিয়ে চলেছে।