নয়াদিল্লি: লালকেল্লায় ভুয়ো বোমাতঙ্ক ঘিরে আতঙ্ক দিল্লিতে।


খবরে প্রকাশ, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দিল্লির বেগমপুর পুলিশ স্টেশনে এক ব্যক্তি ফোন করে জানান, তাঁর কাছে লালকেল্লা উড়িয়ে দেওয়ার হুমকি-ফোন এসেছে।


নীতিন কুমার নামে এক ব্যক্তি জানান, সন্ধ্যে সাতটা নাগাদ তাঁর কাছে ফোন আসে। সেই সময় তিনি ডিজিটাল মার্কেটিং ক্লাসে ছিলেন। ফোনের ওপ্রান্ত থেকে বলা হয়, লালকেল্লায় একটি বোমা রাখা হয়েছে। রাত সাড়ে আটটা নাগাদ তাতে বিস্ফোরণ ঘটবে।


নীতনের দাবি, ওই ব্যক্তি জানান, তিনি পাকিস্তান থেকে ফোন করছেন। নীতিন আরও জানান, ফোনকর্তা আরও বলে, কনট প্লেসের একটি হোটেলেও আরেকটি বোমা রাখা হয়েছে।


এই ফোন পেয়েই, সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশকে তা জানান নীতিন। তদন্তে নামেন গোয়েন্দারা। নীতিন বলেন, যে নম্বর থেকে ফোন করা হয়, সেটি দিল্লির। খবর পেয়েই সঙ্গে সঙ্গে নীতিনের রোহিনীর বাড়ি পৌঁছয় পুলিশের বিশেষ দল।


নীতিন জানান, পুলিশ তাঁকে প্রশান্ত বিহার থানায় যেতে বলে। অন্যদিকে, নীতিনের ফোনে যে নম্বর থেকে ফোন আসে, পুলিশ জানতে পারে, তা পাহাড়গঞ্জ এলাকার একটি হোটেলের।


তিন-ঘণ্ট পর হোটেল থেকে মেহফুজ নামে এক ২২ বছরের যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা মেহফুজ গত ২ বছর ধরে ওই হোটেলে ম্যানেজারের পদে কাজ করে।


পুলিশকে সে জানায়, স্রেফ মজা করার জন্যই এই ফোন করেছে।