বিহারশরিফ: বিহারের নালন্দার বিহারশরিফের একটি বাড়িতে পাকিস্তানের জাতীয় পতাকার মতো দেখতে পতাকা তোলা ঘিরে আলোড়ন। খবর পেয়েই ঘটনাস্থলে যান বিহার প্রশাসনের আধিকারিকরা। বেসরকারি টিভি চ্যানেলগুলিতে সম্প্রচারিত ছবিতে দেখা গিয়েছে যে, খারাদি কলোনিতে আনওয়ারউল হক নামে এক ব্যক্তির বাড়িতে চাঁদ-তারা আঁকা সবুজ রঙের পতাকা তোলা হয়েছে।


খবর প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে মহকুমা শাসক সুধীর কুমার ও ডেপুটি পুলিশ সুপার মহম্মদ সৈফুর রহমান ঘটনাস্থলে যান এবং পতাকাটি বাজেয়াপ্ত করেন।

যদিও সরকারি আধিকারিকরা পৌঁছনোর আগেই আনওয়ারউলের পরিবার পতাকাটি সরিয়ে নেয়। তাঁদের কাছ থেকে পতাকাটি সংগ্রহ করেন আধিকারিকরা।

মহকুমা শাসক জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ওই পতাকাটি পাকিস্তানের জাতীয় পতাকা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনওয়ারউলের মেয়ে সাবানা জানিয়েছেন যে, তাঁরা গত পাঁচ বছর ধরেই মহরমের সময় ওই পতাকা তাঁরা তুলে আসছেন।

এই ঘটনায় কোনও এফআইআর দায়ের করা হয়নি বা কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানিয়েছেন মহকুমা শাসক।

উল্লেখ্য, নালন্দা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেলা।