এবার হোলি উপলক্ষ্যে উত্তর প্রদেশে জুম্মার নমাজের সময় পিছিয়ে দেওয়া হয়েছে ২ ঘণ্টা। ১১ তারিখ ফুলপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। ভোটপ্রচারে গিয়ে সেই প্রসঙ্গ তুলে নামাজের সময় পিছিয়ে দেওয়ার ব্যাপারে মৌলবীদের সিদ্ধান্তের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁকে বলা হয়েছিল, শুক্রবারই হোলির সঙ্গে জুম্মার নমাজ পড়ছে তাই বেলা ১১টার মধ্যে হোলির উৎসব শেষ করার চেষ্টা চলবে। কিন্তু তিনি জানিয়ে দেন, বছরে একবার হোলি হয় আর জুম্মার নমাজ পাঠ হয় বছরে ৫২ বার। অতএব কাটছাঁটের দরকার নেই, হোলি তার নির্দিষ্ট সময়মতই চলবে।
এর আগে নমাজ পাঠে যাওয়া জনতার ওপর হোলির রং ছোঁড়া উপলক্ষ্যে দাঙ্গার একাধিক ঘটনা ঘটেছে। এবার সে কথা মাথায় রেখে হোলির আগে যোগী আদিত্যনাথ সরকারি আধিকারিকদের নির্দেশ দেন, মসজিদের ইমামদের সঙ্গে কথা বলে শুক্রবারের নমাজের সময় পাল্টানো যায় কিনা দেখতে, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে।
তাঁর আবেদনে সাড়া দিয়ে নমাজের সময় ২ ঘণ্টা পিছিয়ে দেন ইমামরা। সেই পদক্ষেপের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।