নয়াদিল্লি: এখন থেকে ট্রেনে ঘরে তৈরি বাড়ির খাবার পাওয়া যাবে। রেলের তরফে এই অভিনব উদ্যোগটি নেওয়া হয়েছে। একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে এই পরিষেবা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। রেলমন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্রের কোনকান এলাকায় যে সমস্ত ট্রেন চলাচল করে, সেখানে ঘরে তৈরি এই স্থানীয় খাবার পাবে রেলযাত্রীরা। এই পাইলট প্রজেক্টটি শুরু হয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসএইচজি ও ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগরিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট (নাবারড)এর যৌথ উদ্যোগে। আইআরসিটিসি চেয়ারম্যান এ.কে.মানোচা নিজে একথা জানিয়েছেন। এইমুহূর্তে এই পাইলট প্রজেক্ট-এর বাস্তবায়নের জন্যে কোনকান বলয়ের দুটি ষ্টেশনকে চিহ্নিত করা হয়েছে। কুদাল ও সাওয়ান্তওয়াদি। এই পরিষেবা পেতে রেলযাত্রীদের আইআরসিটিসি-র ওয়েবসাইটে গিয়ে অনলাইনে খাবার অর্ডার দিতে হবে। এ.কে.মানোচা জানিয়েছেন, এর আগে এধরনের উদ্যোগ কেরলের ট্রেনগুলিতে নেওয়া হয়েছে। তাঁদের পরিকল্পনা, আগামী কয়েক বছরের মধ্যে এই পরিষেবা সারা ভারতে ছড়িয়ে দেওয়ার। প্রসঙ্গত, এই পাইলট প্রজেক্ট সম্পর্কে ২০১৬-১৭ সালে রেল বাজেটেই ঘোষণা করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। মূলত রেলমন্ত্রক ই-ক্যাটারিং পরিষেবাটিও এবছর চালু করেছে যাত্রীদের থেকে সোজাসুজি অর্ডার নিয়ে তাঁদের কাছে খাবার পৌঁছে দিতে। এরফলে রেলযাত্রীদের আর প্যান্ট্রি বয় বা কন্ট্র্যাক্টরদের ওপর নির্ভর করে থাকতে হবে না।