শ্রীনগর: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়াতে সংবিধানের ৩৫৬ ধারা প্রয়োগের পক্ষে যে যুক্তি দেখিয়েছেন, তা গ্রহণযোগ্য নয় বলে জানালেন ওমর আবদুল্লা। ৩ জুলাই থেকে আরও ৬ মাসের জন্য জম্মু ও কাশ্মীরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়ানোর জন্য লোকসভায় বিধিবদ্ধ প্রস্তাব পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার সভায় প্রস্তাবের ওপর বিতর্কের জবাবে তিনি কংগ্রেসকে টার্গেট করে বলেন, এপর্যন্ত দেশে ১৩২ বার ৩৫৬ ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন কায়েম করা হয়েছে। তার মধ্যে কংগ্রেসই ৯৩ বার তা করেছে রাজ্য সরকার ফেলে দেওয়ার জন্য।



পাল্টা ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর সহ সভাপতি ট্যুইট করেছেন, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর যুক্তি হল, কংগ্রেস ৩৫৬ ধারা অনেক বেশি বার কাজে লাগিয়েছে বলে মোদি সরকার জম্মু ও কাশ্মীরের মানুষকে একটা নির্বাচিত সরকার পাওয়া থেকে বঞ্চিত করতেই পারে। এই যুক্তি মনে নেওয়া যায় না।
২০১৮-র জুনে পিডিপি-বিজেপি সরকার ভেঙে যাওয়ার পর থেকে জম্মু ও কাশ্মীরে কোনও নির্বাচিত সরকার ক্ষমতায় নেই।
১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত নির্ধারিত অমরনাথ যাত্রা মিটে গেলেই রাজ্যে নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করা হবে বলে এ মাসের শুরুতে জানিয়েছিল নির্বাচন কমিশন।