ইন্দোর: সোশ্যাল মিডিয়ায় মধুচক্রের ফাঁদ, ফেঁসে গেলেন মধ্যপ্রদেশের মৌ ক্যান্টনমেন্ট অঞ্চলের সেনাবাহিনীর এক ক্লার্ক। অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হওয়া এক মহিলাকে সেনাবাহিনীর গোপন তথ্য চালান করেছেন ওই ব্যক্তি। অভিযুক্ত সেনাবাহিনীর ক্লার্ককে গ্রেফতার করেছে পুলিশ।


পিটিআই-কে এক সিনিয়র পুলিশ কর্তা জানিয়েছেন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল অ্যাপে সেনাবাহিনীর গোপনীয় তথ্য চালান করা হয়েছে। আর সে কারণেই ২৮ বছরের এই ক্লার্কের সমস্ত সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে। ভোপাল থানায় দায়ের হয়েছে এফআইআর-ও।


তদন্তে নেমে গোয়েন্দারা অনুমান করছে, এই কাজ পাকিস্তানের। এবং ইমরানের দেশ এই কাজের জন্য ওই মহিলাকে মোটা টাকা দিয়েছে বলেও জানতে পেরেছে তাঁরা।