নয়াদিল্লি: ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন অর্জুন মারওয়াহাকে বায়ুসেনার গোপন তথ্য পাক গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের কাছে পাচারের অভিযোগে গ্রেফতার করল দিল্লি পুলিশের বিশেষ সেল। জানা গিয়েছে, আইএসআইয়ের ২ সুন্দরী চর ফাঁদে ফেলে তাঁকে।
অভিযোগ, ডিফেন্স সাইবার এজেন্সি, ডিফেন্স স্পেস এজেন্সি ও একটি স্পেশাল অপারেশনস ডিভিশনের গোপন তথ্য হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মাধ্যমে ওই ২ মহিলাকে পাঠাতেন মারওয়াহা। বায়ুসেনা সদর দফতরে যুদ্ধকালীন প্রশিক্ষণ চলার সময় তিনি ওই সব গোপন নথির ছবি তুলে নিতেন, তারপর সুযোগ বুঝে পাঠিয়ে দিতেন সেগুলি।
দিনদশেক আগে বায়ুসেনার ইনটেলিজেন্স উইং সদর দফতরে রাখা নথির ছবি স্মার্টফোনে তোলার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে। প্রাথমিক তদন্তের পর এবার তাঁকে গ্রেফতার করা হল। তবে জানা গিয়েছে, টাকার বিনিময়ে নয়, সম্ভব যৌনগন্ধী চ্যাটের বিনিময়ে এ সব তথ্য পাচার করতেন অর্জুন।
অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে তাঁর বিরুদ্ধে দিল্লির লোধি কলোনি পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে।
আইএসআইয়ের সুন্দরী চরের ফাঁদে বায়ুসেনা অফিসার, গোপন তথ্য ফাঁস ফেসবুক, হোয়াটসঅ্যাপে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Feb 2018 08:25 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -