গত বছর সিকিমের কাছে বিতর্কিত ডোকলামে চিনের রাস্তা নির্মাণ ভারতীয় সেনাবাহিনী বন্ধ করে দেওয়ার পর সেখানে ৭৩ দিন প্রায় সম্মুখ সমরের মেজাজ পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ছিল দুদেশের সেনারা। আশা করি, ডোকলাম নিয়ে আমাদের '৫৬ ইঞ্চির স্ট্রংম্যানের' কোনও প্ল্যান নিশ্চয়ই আছে, মোদীকে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda | 27 Mar 2018 02:16 PM (IST)
নয়াদিল্লি: ডোকলাম ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে '৫৬ ইঞ্চির স্ট্রংম্যান' বলে কটাক্ষ রাহুল গাঁধীর। সোমবারই চিন বিবৃতি দিয়ে জানিয়েছে, ডোকলাম তাদের এবং গত বছর ডোকলাম ঘিরে তৈরি হওয়া সংঘাত পর্ব থেকে ভারতের 'শিক্ষা নেওয়া উচিত' বলেও মন্তব্য করেছে তারা। সেই প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি ট্যুইট করেছেন, গত সপ্তাহে কয়েক হাজার প্রতিক্রিয়া এসেছে আমার ট্যুইটার ভোটে। ৬৩ শতাংশ বলেছে, মোদীজী ডোকলাম ইস্যুর মোকাবিলায় আলিঙ্গন-নীতি অর্থাত্ হাগপ্লোম্যাসির ব্যবহার করবেন, আর এমকে দুষবেন, আর প্রকাশ্যে কান্নাকাটি করবেন। তবে আমি আশা করব, আপনাদের ধারণা ভুল, ভারতের মঙ্গলের জন্য আমাদের ৫৬ ইঞ্চির শক্তিশালী পুরুষের কোনও প্ল্যান নিশ্চয়ই আছে।