পুলিশ জানিয়েছে, গৌতম সুদর্শন নামে ওই যুবক তামিলনাড়ুর একটি বেসরকারি মেডিক্যাল কলেজের ছাত্র। ভিডিওতে দেখা যাচ্ছে, হাসতে হাসতে তিন তলা বাড়ির ছাদের ধার থেকে একটি কুকুরকে ফেলে দিচ্ছে সে। ঘটনার পর থেকে পলাতক সে। তার সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পশু কল্যাণ কর্মী অ্যান্টনি ক্লেমেন্ট রুবিন এবং আরও কয়েকজন সমাজকর্মী গৌতমের বিরুদ্ধে এফআইআর করেছে। রুবিন জানিয়েছেন, বর্বরোচিত এই ভিডিও দেখে তিনি ভীষণই আঘাত খেয়েছেন।
দেখুন সেই ভিডিও: