দেখুন ভিডিও: কান্নায় বিরক্ত হয়ে তিন দিনের শিশুর পা ভেঙে দিল হাসপাতালের কর্মী
Web Desk, ABP Ananda | 07 Feb 2017 09:56 AM (IST)
দেহরাদুন: জন্মের পরেই শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তিন দিন বয়সের শিশুটিকে রাখা হয়েছিল আইসিইউ-এ। সেখানে তার যত্ন নেওয়া তো হলই না, উল্টে কান্নায় বিরক্ত হয়ে পা ভেঙে দিল এক কর্মী। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। শিশুটির বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন। ওই শিশুটির জন্ম হয়েছে ২৫ জানুয়ারি। এরপর ২৮ জানুয়ারি তাকে ভর্তি করা হয় উত্তরাখণ্ডের রুরকির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই তার পা ভেঙে দেওয়া হল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, হাসপাতালের ওই কর্মী সেই সময় একাই আইসিইউ-এ ছিল। সে কাজ করার বদলে বিশ্রাম নিচ্ছিল। শিশুটি কান্না শুরু করতেই সে উঠে গিয়ে তার পা ধরে টানতে শুরু করে। এরপর শিশুটির কান্না বেড়ে যায়। কিন্তু তাতে কান না দিয়ে নিজের মতোই থাকে ওই কর্মী। প্রথমে শিশুটির পা ভাঙার কথা জানা যায়নি। পরে তাকে যখন দেহরাদুনের একটি হাসপাতালে ভর্তি করা হয়, তখন তার পা ভাঙার কথা বলেন চিকিৎসকরা। এরপর গোটা ঘটনা প্রকাশ্যে আসে।