মথুরা: টিভিতে টি-২০ বিশ্বকাপ দেখতে মত্ত ডাক্তাররা। বিনা চিকিত্সা, অবহেলায় প্রাণ হারাল যুবক।


ঘটনাটি ঘটেছে মথুরার মান্ত মুলা এলাকায়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই যুবককে। কিন্তু সেই সময় টি-২০ বিশ্বকাপে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দেখার নেশায় বুঁদ হয়েছিলেন ডাক্তাররা। খেলা ফেলে আর রোগী দেখতে আসতে পারেননি তারা। অবহেলায়, বিনা চিকিত্সায় মৃত্যু হয়েছে ওই যুবকের।

প্রতিবাদে বিক্ষোভ দেখাতে শুরু করে মৃতের পরিবার ও প্রতিবেশীরা। ময়নাতদন্তের জন্য মৃতদেহ দিতেও অস্বীকার করে যুবকের পরিবার।

মৃতের বাবা জানিয়েছেন, গুরুতর অবস্থায় তাঁর ছেলেকে স্থানীয় রবি হাসপাতালে ভর্তি করা হয়। সামান্য প্রাথমিক চিকিত্সা করেই তাঁকে ফেলে রেখে দেওয়া হয় বেডে। কোনও ডাক্তার বা চিকিতসা-কর্মী তাঁকে সাহায্য করেনি বলে মৃতের বাবার অভিযোগ। তিনি বলেন, সবাই তখন খেলা দেখতেই ব্যস্ত ছিল। খেলা শেষ হওয়ার পর তাঁকে পেইন কিলার দেওয়া হয়। আর কোনও চিকিতসাই হয়নি। পরদিনই মৃত্যু হয় তাঁর ছেলে সোনুর।

হাসপাতালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। এব্যাপারে মৃতের পরিবারকে যথাযথ তদন্তের আশ্বাস দিয়েছেন মথুরার চিফ মেডিক্যাল অফিসার কে পি গর্গ। তিনি জানিয়েছেন, চিকিত্সক, নার্সদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।