শ্রীনগর: গত বছরের তুলনায় এ বছর উপত্যকায় তুষারপাত কম হওয়ায় সেই সুযোগে দলে দলে ঢুকছে জঙ্গিরা। এ বছরের প্রথম চার মাসেই পাকিস্তান থেকে অন্তত ২৬জন জঙ্গি সীমান্ত টপকে এ দেশে ঢুকেছে। গত বছর জুড়ে সংখ্যাটা ছিল ৩৩। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জঙ্গি খতমের ঘটনাও। ৩০ এপ্রিল পর্যন্ত ৪৫জন জঙ্গি সংঘর্ষে মারা গিয়েছে। গোটা গত বছরে এই সংখ্যা ছিল মাত্র ৪৬। আশার কথা একটাই, সংঘর্ষের সময় সাধারণ মানুষের প্রাণহানির সংখ্যা এবারে চোখে পড়ার মত কমেছে। তবে মে মাসে এখনও পর্যন্ত ৩জন পুলিশ কর্মী জঙ্গিহানায় প্রাণ হারিয়েছেন, উল্টোদিকে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মারা গেছে ২ জঙ্গি।
সেনা জানিয়েছে, এ বছর অন্যবারের তুলনায় গরম বেশি পড়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে যত বেশি সংখ্যক জঙ্গিকে সীমান্ত পার করানোর চেষ্টা করছে পাকিস্তান। ফলে গত ৩ বছর কিছুটা হলেও শান্তিপূর্ণ থাকার পর এ বছর তেতে উঠেছে উপত্যকা। নিয়মিত আসছে সংঘর্ষ ও মৃত্যুর খবর। পরিস্থিতর কথা মাথায় রেখে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উপত্যকায় তুষারপাত কম, গরমের সুযোগে বাড়ছে জঙ্গি অনুপ্রবেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2016 04:49 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -