আক্রান্ত মহিলার অভিযোগ ঘটনাটি ঘটে গত ২৯ জুলাই। সেদিন ছিল তাঁর জন্মদিন। মহিলাকে নিজের কেবিনে ডেকে পাঠায় হোটেলের সিকিউরিটি ম্যানেজার। ৩৩ বছর বয়সি ওই মহিলা হোটেলে গেস্ট রিলেশন দফতরে কর্মরত ছিলেন। ঘটনার দিন মহিলাকে ঘরে ডেকে একটি ক্রেডিট কার্ড দিয়ে অভিযুক্ত ম্যানেজার তাঁকে বলে, তাঁর যা ইচ্ছে তিনি যেন এই কার্ড ব্যবহার করে কিনে নেন। মহিলা হাত ছাড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করলে, তাঁকে জাপটে ধরে শাড়িতে টান দেয় ওই ম্যানেজার। সেইসময় ঘরে উপস্থিত মহিলার ঠিক ওপরের বস, কোনও প্রতিবাদ না করে ঘর থেকে বেরিয়ে যান। পুরো ঘটনাটিই ধরা পরে সিসিটিভিতে।
এরপর মহিলা অফিসের মানব সম্পদ দফতরে গিয়ে তাঁর অভিযোগ জানান। সেখানে তাঁকে বলা হয়, ওই ম্যানেজারকে শুধুমাত্র হুঁশিয়ারই করতে পারেন তাঁরা।
এরপর মহিলা প্রমাণ হিসেবে ঘটনার সিসিটিভি ফুটেজ জমা দেন। পরে থানায় গিয়ে ওই ব্যক্তির বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করেন ওই মহিলা।
মহিলা তাঁর অভিযোগে জানিয়েছেন, শুধুমাত্র শাড়ি ধরেই টানেনি ওই ব্যক্তি, তাঁর বাড়ি ফেরার সময় তাঁকে জোর করে গাড়িতে তোলারও চেষ্টা করে সে। এই ধরনের ঘটনা একবার নয়, দু দুবার ঘটেছে।
প্রসঙ্গত, গতকাল দুপুর একটার সময় কাজে যোগ দিতে আসেন ওই মহিলা। সেসময় তাঁকে তাঁর বস বলেন, মানব সম্পদ দফতরে গিয়ে দেখা করতে। চল্লিশ মিনিট অপেক্ষা করিয়ে তাঁর হাতে বরখাস্তের নোটিস তুলে দেওয়া হয়। মহিলার যে সহকর্মী তাঁকে সিসিটিভি ফুটেজ বের করে দিতে সাহায্য করেছিলেন, তাঁকেও বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত ওই ম্যানেজারকে সাসপেন্ড করেছে হোটেল মালিক। হোটেলটি দিল্লি বিমানবন্দরের কাছে রয়েছে।