নয়াদিল্লি: অন্যান্য বড় ঘটনার মতো কর্নাটকের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনও প্রভাব ফেলেছে নেট দুনিয়াতেও। মজার মজার রঙ্গরসিকতা, মেমে ও হোয়াটসঅ্যাপ মেসেজে মেতেছেন নেটিজেনরা। এই রসিকতার প্রসঙ্গ উঠে এলে সুপ্রিম কোর্টের শুনানিতেও। সুপ্রিম কোর্ট আগামীকাল বিকেল চারটের মধ্যে বিজেপির বিএস ইয়েদুরাপ্পাকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছে।

ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কংগ্রেসের দায়ের করা মামলার শুনানিতে উঠে এল সোশ্যাল মিডিয়ার রঙ্গ রসিকতার প্রসঙ্গ। সুপ্রিম কোর্টে বিবদমান পক্ষগুলির তীব্র বাকযুদ্ধের মধ্যেই বিচারপতি একে সিক্রি প্রসঙ্গটি উল্লেখ করেন। উল্লেখ্য, বিচারপতি সিক্রির বেঞ্চেই এই মামলার শুনানি হয়। তিনি মজার ছলে বলেন, ''আমরা হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাচ্ছি। সেখানে এক হোটেল মালিক বলছেন, আমার কাছে ১১৬ জন বিধায়ক রয়েছেন। আমাকে মুখ্যমন্ত্রী করুন।''
বিচারপতি ওই মেসেজের উল্লেখ করার পরই আদালত কক্ষে তীব্র লড়াইয়ের গুমোট কেটে খেলে যায় খানিক হাসির ঝলক।
ওই মেজেসটি এ রকম-
একজন বলছেন, হ্যালো, "এটা কি রাজ্যপালের অফিস?"
"হ্যাঁ"

"আমার কাছে ১১৩ জন বিধায়ক রয়েছেন। আপনি কি আমাকে মুখ্যমন্ত্রী করবেন ?"

"কে বলছেন?"

" যে হোটেলে ওনারা লুকিয়ে রয়েছেন, আমি সেই হোটেলের মালিক।"
আসলে ওই মেসেজে বেঙ্গালুরুর ইগলটোন হোটেলের দিকেই ইঙ্গিত রয়েছে। ওই হোটেলে গতকাল কংগ্রেস তাদের বিধায়কদের রেখেছিল। দল বদলের আশঙ্কাতেই এই ব্যবস্থা নেয় দল।