জয়পুর: গত ১৩ বছরে উষ্ণতম ডিসেম্বর কাটাল গোলাপী শহর বা জয়পুর। ২০১৬ সালের ডিসেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে মাত্র ৮.৫ ডিগ্রি সেলসিয়াসে। সেখানে গত দশ বছরে এই তাপমাত্রা ঘোরাফেরা করেছে তিন থেকে সাত ডিগ্রির আশেপাশে। ২০১৬ সালের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস, এবং সারা ডিসেম্বরে তাপমাত্রা ৯.২ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি।
২০০২ থেকে ২০১৫ সালের মধ্যে ডিসেম্বর মাসে তাপমাত্রা তিন থেকে সাত ডিগ্রির আশেপাশে ছিল। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০০৬ সালের ২৯ ডিসেম্বর গোলাপী শহরের তাপমাত্রা ৩.০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল।
গত ১৩ বছরে ২০১৬-এ উষ্ণতম ডিসেম্বর কাটাল জয়পুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Jan 2017 08:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -