জম্মু: গতকাল বিএসএফ জওয়ানদের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে গুলিবর্ষণ বন্ধ রাখার জন্য কাকুতিমিনতি করেছিল পাকিস্তান রেঞ্জার্স। কিন্তু এর কয়েকঘণ্টা পরেই তারা ফের বিনা প্ররোচনায় গুলি চালানো ও গোলাবর্ষণ শুরু করল।


নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএসএফ আধিকারিক জানিয়েছেন, গতকাল রাত সাড়ে দশটা থেকে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার রামগড় সেক্টরের নারায়ণপুর অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স। এর সঙ্গেই বিএসএফ ছাউনি ও সীমান্তবর্তী গ্রামগুলি লক্ষ্য করে শুরু হয় মর্টার হামলা। বিএসএফ পাল্টা জবাব দিতে শুরু করে। আজ সকাল সাতটা থেকে জম্মুর আর্নিয়া সেক্টরে ফের মর্টার হামলা শুরু করে পাক রেঞ্জার্স। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’পক্ষের লড়াই চলছে। তবে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।

গতকাল বিএসএফ ১৯ সেকেন্ডের একটি থার্মাল ইমেজের ফুটেজ প্রকাশ করে। তাতে দেখা যাচ্ছে, বিনা প্ররোচনায় পাক রেঞ্জার্সের হামলার জবাবে সীমান্তের ওপারের সেনা ছাউনি ধ্বংস করে দেওয়া হচ্ছে। বিএসএফ-এর এক মুখপাত্র জানান, পাকিস্তানের তরফ থেকে গুলিবর্ষণ বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। কিন্তু এরপরেও হামলা বন্ধ রাখছে না পাকিস্তান।