তিনদিন ধরে সারমেয়কে যৌন নির্যাতন, ধৃত আবাসনের রক্ষী
Web Desk, ABP Ananda
Updated at:
16 Sep 2017 06:32 PM (IST)
নয়াদিল্লি: তিনদিন ধরে সারমেয়কে যৌন নিগ্রহের অভিযোগে পাকড়াও মুম্বইয়ের এক ব্যক্তি। রাম নরেশ নামে মাঝবয়সী লোকটিকে গত সপ্তাহে তিনদিন শৌচাগারে একটি কুকুরকে নিয়ে ঢুকতে দেখা যায়। লোকটি যে হাউসিং কমপ্লেক্সে থাকে, সেখানকার বাসিন্দা ও সেক্রেটারি অস্মিতা দেশমুখ পরে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ফুটেজ ফাঁস করেন।
তাতেই কুকুরটির ওপর নরেশের বিকৃত যৌনাচারের ছবি বেরিয়ে পড়ে। হাউসিংয়ের বাসিন্দারা পুলিশ ডাকেন। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারায় অভিযুক্ত করা হয় তাকে।
অভিযুক্ত ব্যক্তি ওই হাউসিং-এ রক্ষীর চাকরি করে। যে এজেন্সি তাকে সেখানে নিয়োগ করেছে, তাদের ঘটনাটি জানিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পশু অধিকার রক্ষা সংগঠন পেটা।
মেডিকেল রিপোর্টে সারমেয়টির ওপর পাশবিক যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। সারমেয়টি অত্যাচারের পর থেকে যন্ত্রণায় কাতরাচ্ছে।
পেটা-র এক প্রতিনিধি বলেছেন, এ ধরনের হিংস্র স্বভাবের লোকেরা প্রথমে নিরীহ জন্তু, জানোয়ারের ওপর চড়াও হয়। পরে টার্গেট করে মানু্ষকে। ঘটনাটি অবশ্যই উদ্বেগের। সুতরাং কেউ জন্তু, জানোয়ারকে যৌন নির্যাতন করলেই তাকে আইন অনুসারে চরমতম সাজা দিতে হবে। পেটা সরকারকে এ ধরনের অপরাধ রোধে শাস্তি আরও কঠিন করার জন্য আবেদন করছে যাতে সমগ্র মানবসমাজ নিরাপদ থাকতে পারে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -