নয়াদিল্লি: দুর্নীতির অভিযোগে তাঁর বাসভবনে সিবিআই তল্লাশি নিয়ে বিজেপি-কে তীব্র আক্রমণ করলেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আজ তিনি বলেছেন, ‘আমার বিরুদ্ধে ২০০৪ সালের একটি মামলার কথা বলা হচ্ছে। ১৩ বা ১৪ বছর বয়সেই আমি কী করে অপরাধী হয়ে গেলাম? তখনও তো গোঁফই ওঠেনি! তদন্তকারীরা যেসব কথা বলছেন, সেই বয়সের একটা বাচ্চার পক্ষে সেটা কীভাবে করা সম্ভব? মহাজোটে ভয় গিয়েছে বিজেপি। সেই কারণেই আমাকে কালিমালিপ্ত করার জন্য চক্রান্ত চলছে।’
সিবিআই তল্লাশি নিয়ে এই প্রথম মুখ খুললেন তেজস্বী। আরডেজি প্রধান লালুপ্রসাদ যাদবের সুরেই যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপি-র বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন তেজস্বী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ ষড়যন্ত্র করছেন। তাঁরা পিছিয়ে পড়া জাতের বলে শাস্তি দেওয়া হচ্ছে। জেডিইউ-এর সঙ্গে আরজেডি-র জোট থাকছে বলেও দাবি করেছেন লালুপ্রসাদের পুত্র।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুর্নীতির অভিযোগের বিষয়ে তেজস্বীর কাছ থেকে ব্যাখ্যা তলব করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউ-এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের সব তথ্য প্রকাশ্যে আনা উচিত। তবে তেজস্বী দুর্নীতির অভিযোগ নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে নারাজ। তিনি পদত্যাগও করছেন না।
১৪ বছরেই কী করে অপরাধী হলাম? তখন তো গোঁফই ওঠেনি, সিবিআই তল্লাশি প্রসঙ্গে তেজস্বী
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2017 03:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -