সিবিআই তল্লাশি নিয়ে এই প্রথম মুখ খুললেন তেজস্বী। আরডেজি প্রধান লালুপ্রসাদ যাদবের সুরেই যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপি-র বিরুদ্ধে পাল্টা আক্রমণ করেছেন তেজস্বী। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপি সভাপতি অমিত শাহ ষড়যন্ত্র করছেন। তাঁরা পিছিয়ে পড়া জাতের বলে শাস্তি দেওয়া হচ্ছে। জেডিইউ-এর সঙ্গে আরজেডি-র জোট থাকছে বলেও দাবি করেছেন লালুপ্রসাদের পুত্র।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, গতকাল দুর্নীতির অভিযোগের বিষয়ে তেজস্বীর কাছ থেকে ব্যাখ্যা তলব করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জেডিইউ-এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে বলা হয়েছে, যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাঁদের সব তথ্য প্রকাশ্যে আনা উচিত। তবে তেজস্বী দুর্নীতির অভিযোগ নিয়ে কোনও প্রশ্নের জবাব দিতে নারাজ। তিনি পদত্যাগও করছেন না।