কলকাতা: নরেন্দ্র মোদীকে নোট বাতিল ইস্যুতে আক্রমণ অব্যাহত মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর কত মানুষকে মরতে হবে নোট বাতিলের জেরে, প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।


দলের মুখপাত্র তথা রাজ্যসভা সাংসদ ডেরেক ও ব্রায়েনের একটি ট্যুইট হাতিয়ার করে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। ডেরেক তাঁর ট্যুইটে ৯৫ জনের একটি তালিকা দিয়েছেন, যাঁরা নোট বাতিল হওয়ার পর থেকে এ পর্যন্ত ব্যাঙ্ক, এটিএমের বাইরে নতুন নোটের লাইনে দাঁড়িয়ে মারা গিয়েছেন বা  নতুুন নোট সরবরাহে ঘাটতির ধাক্কায় আত্মহত্যা করেছেন বলে তাঁর দাবি।


ডেরেকের ট্যুইটটি রিট্যুইট করে সোস্যাল মিডিয়ায়  প্রধানমন্ত্রীকে 'মোদীবাবু' তকমা দিয়ে মমতা প্রশ্ন করেছেন, আর কত মানুষকে মরতে হবে মোদীবাবু!


 

সম্প্রতি প্রধানমন্ত্রীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের এক মাস পূর্ণ হল।

মোদীর সিদ্ধান্ত ঘোষণার পর রাজ্য থেকে জাতীয় স্তরে বিভিন্ন সময়ে প্রতিবাদ জানিয়েছেন মমতা। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও।