নয়াদিল্লি: গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করার পর সারা দেশে চাঞ্চল্য ছড়ায়। সাধারণ মানুষ কীভাবে তাঁদের হাতে থাকা নোটগুলি বদল করবেন, তা জানতে উদগ্রীব হয়ে ওঠেন। কিন্তু এরইমধ্যে এমন একটা খবর জানা গেল যা খুবই চাঞ্চল্যকর। ভারতে নোট বাতিলের ঘোষণার পর গুগলে যে সার্চ জোরদার হয়েছে তা হল, কীভাবে কালো টাকা সাদা করা যায় (“How to convert black money into white money”)।
ব্লুমবার্গ-এর রিপোর্ট অনুসারে, ৮ নভেম্বর রাত থেকে এই বিষয় নিয়ে সার্চের সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে। এই সার্চ সবচেয়ে বেশি হয়েছে গুজরাতে। দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র ও হরিয়ানা।
কালো টাকা ও জাল নোটের বিরুদ্ধে অভিযান হিসেবেই ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যারা কালো টাকা নিজের কাছে গচ্ছিত রেখেছে, তারা স্বাভাবিকভাবে বিপাকে পড়েছে। এই অবস্থায় কর ফাঁকি যারা দিয়েছে, তাদের অনেকেই গুগলের দ্বারস্থ হয়েছে।
উল্লেখ্য, ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর গতকালই প্রথম ব্যাঙ্ক খুলেছিল। গতকালের মতো আজও ব্যাঙ্কগুলিতে প্রচুর ভিড় হয়েছে। আজ এটিএমও খুলেছে। সেখানেও মানুষের দীর্ঘ লাইন। মানুষের দুর্ভোগের কথা মাথায় রেখে শনি ও রবিবারও ব্যাঙ্ক খোলা থাকছে।
নোট বাতিলের জেরে গুগলে জোরদার সার্চ- ‘কীভাবে কালো টাকা সাদা করা যায়’
ABP Ananda, web desk
Updated at:
11 Nov 2016 12:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -