সিমলা: হিমাচল প্রদেশের সোলান জেলায় বহুতল ধসে আটক ৩০ জনের বেশি মানুষ। তাঁদের মধ্যে কয়েকজন সেনাকর্মী ও তাঁদের পরিবারও রয়েছে বলে সূত্রের খবর। শেষ খবর মেলা পর্যন্ত, ২ জনের মৃত্যু হয়েছে। জেলার এক শীর্ষস্থানীয় আধিকারিক জানান, উদ্ধারকার্যে সেনাকে ডাকা হয়েছে। এখনও পর্যন্ত চারজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে খবর। ওই আধিকারিক জানান, তলব পেয়েই দাগশাহি ক্যান্টনমেন্ট থেকে সেনাকর্মীরা দ্রুত চলে এসে উদ্ধারকার্য শুরু করেন। চারজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় মহর্ষী মার্কান্ডেশ্বর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হিমাচলে বহুতল ধসে পড়ে আটক সেনাকর্মী সহ ৩০, মৃত অন্তত ২, শুরু উদ্ধারকার্য
Web Desk, ABP Ananda | 14 Jul 2019 07:30 PM (IST)