হায়দরাবাদ: অভিনেতা হৃতিক রোশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। একইসঙ্গে, একটি হেলথ ও ওয়েলনেস সেন্টারের তিন আধিকারীকের বিরুদ্ধেও একই অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ, সংস্থার বিজ্ঞাপনে পরিষেবা সংক্রান্ত মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রসঙ্গত, ওই সেন্টারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন হৃতিক।
অভিযোগকারীর দাবি, আমদাবাদের কাল্ট ডট ফিট সেন্টারে তিনি সদস্য হন। গত ২২ জুন তিনি পুলিশের কাছে অভিযোগ জানিয়ে বলেন, ২০১৮ সালের নভেম্বর মাসে তিনি ওই ফিটনেস সেন্টারে প্রায় সাড়ে ১৭ হাজার টাকা দিয়ে নিজের নাম ১০ মাসের জন্য নথিভুক্ত করান। সংস্থার তরফে তাঁকে ‘আনলিমিটেড’ ক্লাসের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাঁকে প্রতিদিনের ওয়ার্ক আউট সেশন দেওয়া হয়নি।
ব্যক্তির দাবি, তাঁকে বারবার বলা হয়, ওয়ার্ক আউট সেশন দেওয়া সম্ভব হচ্ছে না। সংস্থার পাল্টা দাবি, ওই ব্যক্তি অভব্য আচরণ করেন এবং অন্যায়ভাবে হৃতিককে এই মামলায় টেনে আনা হয়েছে।