চণ্ডীগড়: কেলেঙ্কারি করেছে হরিয়ানা বোর্ড অফ স্কুল এডুকেশন বা এইচবিএসই। দশম শ্রেণির পরীক্ষার ভুল মেধা তালিকা প্রকাশ করেছে তারা। আধিকারিকদের দাবি, কম্পিউটারে গন্ডগোলের জেরে এটা ঘটেছে, সাসপেন্ড করা হয়েছে ২ কর্মীকে।
পরে অবশ্য ভুল সংশোধন করে ঠিক রেজাল্টই প্রকাশ করে তারা। তা সত্ত্বেও যে রেজাল্ট বার হয়েছে, তাও রাজ্যের শিক্ষার হাল সম্পর্কে খুব একটা আশার কথা শোনায় না, কারণ পরীক্ষায় বসা ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় অর্ধেক ফেল করেছে। পরীক্ষা দিয়েছিল ৩,১৫,৯০০ জন, পাশ করেছে মাত্র ১,৫৯,৪৯০জন।
প্রথমে এইচবিএসই বলে, বীরদানার সিনিয়র মডেল সেকেন্ডারি স্কুলের মণিকা রানি প্রথম হয়েছে। বেশ কয়েক ঘণ্টা পরে নতুন তালিকায় খবর মেলে, প্রথম নয়, মমিকা হয়েছে পঞ্চম। সিরসা জেলার যুধবীর প্রথম হয়েছে। মণিকা পেয়েছে ৫০০-য় ৪৯৩ আর প্রথম যুধবীর ৫০০-য় পাক্কা ৪৯৯।
বিরোধীদের অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার গীতা উৎসব, সরস্বতী নদীর উৎস- এ সব নিয়ে ব্যস্ত। সবাইকে নীতিশিক্ষা দিয়ে বেড়াচ্ছে তারা অথচ স্কুলের শূন্যস্থান পূরণ ও পরিকাঠামোর উন্নতি করার ব্যাপারে কোনও হুঁশ নেই।
দশম শ্রেণির পরীক্ষার ভুল মেধা তালিকা প্রকাশ করল হরিয়ানা স্কুল শিক্ষা দফতর, তোপের মুখে সংশোধন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 May 2017 02:01 PM (IST)
প্রতীকী ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -