অরুণাচল প্রদেশে বাসের উপর বিশাল পাথর, মৃত ৪ আইটিবিপি জওয়ান
Web Desk, ABP Ananda | 30 Jun 2018 12:13 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
ইটানগর: অরুণাচল প্রদেশে দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে মৃত্যু হল ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের (আইটিবিপি) অন্তত চার জওয়ানের। শুক্রবার দুপুর ২.৩০ মিনিট নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ওই জওয়ানরা লোয়ার সিয়াং জেলার বাসার অঞ্চল থেকে একটি মিনিবাসে চড়ে লিকাবালির দিকে যাচ্ছিলেন। সেই সময় বাসার-আকাজান সড়কে তাঁদের বাসের উপর পাহাড়ের উপর থেকে গড়িয়ে এসে পড়ে একটি বিশাল পাথর। বৃষ্টিতে ধস নামার ফলেই এই ঘটনা ঘটে। লোয়ার সিয়াংয়ের পুলিশ সুপার সিঙ্গজাতলা সিঙ্গফো জানিয়েছেন, ‘বৃষ্টির ফলে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যাওয়ায় বাসটি ধীরগতিতে চলছিল। সেই সময়ই এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে ২০ জন জওয়ান ছিলেন। তাঁদের মধ্যে চারজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ৮ জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। চিকিৎসার জন্য তাঁদের লিকাবালি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় আইটিবিপি ও পুলিশের যৌথ দল উদ্ধারকার্য চালাচ্ছে। এখনও পর্যন্ত তিনটি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। পাহাড়ের উপর থেকে পাথর গড়িয়ে পড়ার ফলে উদ্ধারকার্য চালাতে অসুবিধা হচ্ছে।’