নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন ভিসা সংক্রান্ত নিয়ম নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি ট্যুইট করে বলেছেন, ‘আলিঙ্গনের মাধ্যমে কিছু জিনিস পাওয়া যায়। কিন্তু ভিসা নিজেকেই জোগাড় করতে হবে।’

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন প্রস্তাব দিয়েছে, এইচ ওয়ান বি ভিসা যাঁদের আছে, তাঁদের স্ত্রী বা স্বামীদের আর মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি করার অনুমতি দেওয়া হবে না। রাহুলের মতে, মার্কিন সরকার এই সিদ্ধান্ত নিলে সেটা ভারতের পক্ষে বড় ধাক্কা হবে। মোদীর বিদেশনীতিকেও কটাক্ষ করেছেন রাহুল।

এর আগেও মোদীর আলিঙ্গন-কূটনীতিকে কটাক্ষ করেছেন রাহুল। ২৬/১১ হামলার মূল চক্রী হাফিজ সঈদকে পাকিস্তান সরকার গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়ার পর মোদীর বিদেশনীতিকে খোঁচা দেন রাহুল। ফের তিনি মোদীকে আক্রমণ করলেন।