পানাজি: মনের জোরে যে কোনও রোগের মোকাবিলা সম্ভব। সোমবার বিশ্ব ক্যান্সার দিবসে এই বার্তা দিলেন অসুস্থ মনোহর পর্রীকর। ৬৩ বছরের পর্রীকর প্যাংক্রিয়াসের অসুখে ভুগছেন। নয়াদিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন তিনি। আজ তিনি ট্যুইট করেছেন, মানুষ মনের জোরে যে কোনও রোগ থেকে সেরে উঠতে পারে। #বিশ্ব ক্যান্সার দিবস।





গত বছরের ফেব্রুয়ারি কঠিন রোগ ধরা পড়ে গোয়ার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর। তারপর থেকে বিভিন্ন সময়ে দিল্লি, নিউইয়র্ক, মুম্বই, গোয়ার হাসপাতালে চিকিত্সা হয়েছে তাঁর। শনিবার এইমস সূত্রে বলা হয়, পর্রীকরের শারীরিক অবস্থা স্থিতিশীল। সেখানকার ইনস্টিটিউট রোটারি ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী, সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত কিছুদিন আগেই তাঁকে দেখতে গিয়েছিলেন।