দৌসা: রাজস্থানে দৌসা জেলার অন্তর্গত বিভিন্ন গ্রামের দেড় লক্ষ পরিবারের বাড়ির বাইরে আচমকাই একটি পোস্টার পড়েছে। সেই পোস্টারে বড় বড় করে হিন্দি হরফে লেখা ‘আমি গরিব’। হলুদ ব্যাকগ্রাউন্ড, লাল রঙে লেখা এই কথাটি যে পরিবারগুলোর বাড়ির বাইরে লেখা হয়েছে, তাঁদের সদস্যদের প্রতিক্রিয়া, এভাবে চিহ্নিত করায় তাঁরা অপমানিত। এই পোস্টারগুলো মূলত দেওয়া হয়েছে জেলা পরিষদ বা জেলা কাউন্সিলের পক্ষ থেকে। রাজধানী জয়পুর থেকে ৬০ কিমি দূরে অবস্থিত এই দৌসা জেলা।

শুধু পোস্টারে ‘আমি গরিব’ লেখা হয়নি, তার সঙ্গে লেখা হয়েছে এই বাড়ির বাসিন্দারা সরকারের থেকে ভর্তুকিযুক্ত খাবার নেন। মূলত ভর্তুকিযুক্ত খাদ্য দারিদ্রসীমার নীচে থাকা মানুষরাই পেতে পারেন। এভাবে এই পরিবারগুলোকে চিহ্নিত করায় বাড়ির বাসিন্দারা মারাত্মক অপমানিত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার জেরে কড়া সমালোচনরা মুখে পড়তে হয়েছে রাজস্থানের বিজেপি পরিচালিত বসুন্ধারা রাজে সরকারকে।

প্রসঙ্গত, দৌসা জেলার ৭০ শতাংশ মানুষই এই ওযেল ফেয়ার স্কিম দ্বারা উপকৃত। আগের কংগ্রেস পরিচালিত সরকার এই প্রকল্পটি চালু করেছিল। বর্তমান সরকারের দাবি, বিভিন্ন দালাল ও বিত্তশালীদের এই প্রকল্প থেকে ফায়দা তোলা আটকাতেই তাঁরা এই পদক্ষেপ গ্রহণ করেছেন। কিন্তু এভাবে কাউকে গরিব চিহ্নিত করাটা সেই বাড়ির সদস্যদের কাছে মারাত্মক লজ্জাজনক, দাবি এই পরিস্থিতির শিকার এক পরিবারের। তাঁদের দাবি, এখন তাঁদের নিয়ে লোকে ঠাট্টা, তামাশাও করছেন। এধরনের ঘটনার কড়া নিন্দা করেছেন রাজ্য পঞ্চায়েতি রাজমন্ত্রী রাজেন্দ্র রাঠৌড়। তাঁর কথায় কারও অবস্থা নিয়ে এধরনের তামাশা করা কখনওই উচিত্ নয়।