সরকার গড়তে চাই ন্যূনতম ১১২ বিধায়কের সমর্থন। কিন্তু সাদা চোখে দেখা যাচ্ছে, ইয়েদুরাপ্পার পক্ষে আছেন ১০৪ জন বিধায়ক। কংগ্রেস, জেডি (এস) ভেঙে বেরিয়ে এসে কিছু বিধায়ক তাঁকে আস্থাভোটে সমর্থন করবেন বলে দাবি নানা মহলের। এ নিয়ে চলছে জোর জল্পনা।
ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তিনি মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করে বিধানসভা অধিবেশন ডাকবেন, পরবর্তী প্রয়োজনীয় পদ্ধতি, প্রক্রিয়া তারপরই শুরু হবে।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির কর্নাটকের ভারপ্রাপ্ত নেতা প্রকাশ জাভরেকরও ট্যুইট করেছেন, বিজেপি তৈরি, কর্নাটকে আস্থাভোটে জয় সম্পর্কে নিশ্চিত। সভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।