বেঙ্গালুরু: আগামীকাল অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে বিধানসভায়। কাল বিকাল চারটেয় আস্থাভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যপাল বজুভাই ভালা তাঁকে ১৫ দিন সময় দিলেও শীর্ষ আদালত দেরি করতে চাইল না। কিন্তু মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা জয়ের ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত। এদিন সুপ্রিম কোর্টের রায়ের পর বিজেপি নেতা বলেন, আমরা সুপ্রিম কোর্টের রায় মানব। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ১০০ শতাংশ সমর্থন, সহযোগিতা আমাদের পক্ষে আছে। যাবতীয় রাজনৈতিক ছকের মধ্যেই কাল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।

সরকার গড়তে চাই ন্যূনতম ১১২ বিধায়কের সমর্থন। কিন্তু সাদা চোখে দেখা যাচ্ছে, ইয়েদুরাপ্পার পক্ষে আছেন ১০৪ জন বিধায়ক। কংগ্রেস, জেডি (এস) ভেঙে বেরিয়ে এসে কিছু বিধায়ক তাঁকে আস্থাভোটে সমর্থন করবেন বলে দাবি নানা মহলের। এ নিয়ে চলছে জোর জল্পনা।
ইয়েদুরাপ্পা জানিয়েছেন, তিনি মুখ্যসচিবের সঙ্গে আলোচনা করে বিধানসভা অধিবেশন ডাকবেন, পরবর্তী প্রয়োজনীয় পদ্ধতি, প্রক্রিয়া তারপরই শুরু হবে।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির কর্নাটকের ভারপ্রাপ্ত নেতা প্রকাশ জাভরেকরও ট্যুইট করেছেন, বিজেপি তৈরি, কর্নাটকে আস্থাভোটে জয় সম্পর্কে নিশ্চিত। সভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।