২ কেন্দ্রে জয়ী মুকুল সাংমা, মেঘালয়ে ত্রিশঙ্কু, নজর ছোট দলগুলির দিকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Mar 2018 08:47 AM (IST)
শিলং:# মেঘালয়ে ত্রিশঙ্কু বিধানসভা হল। কংগ্রেস এ পর্যন্ত ২১টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসাবে উঠে এসেছে। ১৯টি আসন পেয়ে দুনম্বরে রয়েছে এনপিপি। ৪৭টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি এখনও পেয়েছে মাত্র দুটি। এক এনসিপি প্রার্থী বিস্ফোরণে মারা যাওয়ায় একটি আসনে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। সরকার গড়তে যে কোনও দল বা জোটের চাই অন্তত ৩০টি আসন। কংগ্রেস, বিজেপির কেউই কোনও দলের সঙ্গে প্রাক-নির্বাচনী সমঝোতা করেনি। যদিও এনপিপি কেন্দ্র ও মনিপুরে বিজেপির সঙ্গী। এনপিপি প্রধান কনরাড সাংমা বলেছেন, আমরা সরকার গড়ার ব্যাপারে আশাবাদী। রাজ্যের মানুষ কংগ্রেসের দুর্নীতি দেখে দেখে বিরক্ত, হতাশ। তাঁরা বদল চান। ইউডিপি ও অন্য দলগুলি ১৭টি আসনে এগিয়ে রয়েছে। ফলে তাদের দিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহলের। # আমপাতি ও সাংকাক, দুটি কেন্দ্রেই জিতলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস প্রার্থী মুকুল সাংমা। # এদিকে মেঘালয়ে কংগ্রেসের একক বৃহত্তম দল হয়ে ওঠার সম্ভাবনা জোরদার হয়ে উঠতেই নয়াদিল্লি থেকে কেন্দ্রীয় নেতৃত্ব দুই শীর্ষ নেতা আহমেদ পটেল ও কমল নাথকে পাঠিয়ে দিল। নির্দলদের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে সরকার গঠনের বিষয়টি খতিয়ে দেখতে আজ সকালেই শিলং রওনা হয়ে যান তাঁরা। সূত্রের খবর, আজ দুপুরে সেখানে পৌঁছেই দুজনে বিদায়ী মুখ্যমন্ত্রী মুকুল সাংমা সমেত দলের রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা শুরু করে দেবেন। কংগ্রেস সেখানে ক্ষমতায় রয়েছে। এখনও পর্যন্ত যা প্রবণতা, তাতে কংগ্রেসই একক বৃহত্তম দল হতে পারে। এর আগে গোয়া, মনিপুরে কংগ্রেস একার জোরে সবচেয়ে বড় দল হলেও বিপুল সক্রিয়তা দেখিয়ে তাদের টেক্কা দিয়ে অন্যদের সঙ্গে সমঝোতা করে ক্ষমতা দখল করে বিজেপি। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা দেরি করে ফেলেছে ময়দানে নামতে। এবার সেই সম্ভাবনা রুখতে আগেভাগেই আসরে নামল রাহুল গাঁধীর দল। কংগ্রেস এগিয়ে ২১টি আসনে, বিজেপি ৩টিতে। এনপিপিও এগিয়ে ১৮টিতে। অন্যান্যরা এগিয়ে ১৭টি আসনে। মেঘালয়ে ৭টি আসনে এগিয়ে কংগ্রেস, ৩টিতে বিজেপি। এনপিপি এগিয়ে ৮টি আসনে। উত্তর পূর্বের এই রাজ্যে আসন সংখ্যা ৬০। কিন্তু ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপির এক প্রার্থী খুন হওয়ায় ভোট হয়েছে ৫৯টি আসনে। কংগ্রেসশাসিত মেঘালয়ে গদি দখলের লক্ষ্যে এবার কোমর বেঁধে নেমেছে বিজেপি। কংগ্রেস ৫৯টি আসনে ও বিজেপি ৪৭টি আসনে প্রার্থী দিয়েছে।