গুরুগ্রাম: অসমের মডেল তথা গায়িকা বিদিশা বেজবড়ুয়া আত্মঘাতী হয়েছেন। গ্রেফতার স্বামী। সম্প্রতি মুম্বই থেকে এসে গুরুগ্রামে থাকতে শুরু করেছিলেন ৩০ বছরের এই অভিনেত্রী। সদ্য মুক্তিপ্রাপ্ত 'জগ্গা জাসুস' সিনেমায় অভিনয় করেছেন তিনি।
অসমে বিদিশা জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা। গুরুগ্রামের সুশান্ত লোক এলাকায় ভাড়া বাড়িতে গতকাল সন্ধেয় ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গুরুগ্রামের ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব) দীপক সাহারণ বলেছেন, অভিনেত্রীর বাবা প্রথমে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান যে, তাঁর মেয়ে টেলিফোন ধরছে না। একারণে আশঙ্কিত হয়ে তিনি পুলিশকে ফোন করেন এবং বিদিশার ঠিকানা দেন।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখতে পায় যে, বাড়ির প্রধান দরজা ও অন্য দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। পুলিশের দল দরজা ভেঙে বাড়িতে ঢুকে অভিনেত্রীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।
বিদিশার আত্মহত্যার ঘটনায় তাঁর বাবার অভিযোগের আঙুল অভিনেত্রীর স্বামীর দিকে। পুলিশের কাছে তাঁর অভিযোগ, স্বামীর সঙ্গে প্রায়শই ঝগড়া হত বিদিশার।
এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিদিশার স্বামীকে। গুরুগ্রাম পুলিশের পিআরও জানিয়েছেন, বিদিশার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বিদিশার বাবা বিদিশার স্বামীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন। মানসিক নির্যাতনের কারণেই বিদিশা আত্মঘাতী হয়েছেন বলেও দাবি করেছেন অভিনেত্রীর বাবা। সুশান্ত লোক থানায় বিদিশার স্বামীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বিদিশার ফেসবুক ও অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের কথোপকথন খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, পুলিশ কোনও সুইসাইড নোট পায়নি।
ইতিমধ্যে বিদিশার আত্মহত্যার ঘটনার সঠিক তদন্ত চেয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে ফোন করেছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল।
‘জগ্গা জাসুস’ সিনেমার অভিনেত্রী বিদিশা বেজবড়ুয়ার আত্মহত্যা, গ্রেফতার স্বামী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jul 2017 07:31 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -