বুলন্দশহর: গোবরের ওপর অন্ধ ভরসা ছিল। সেই বিশ্বাসেই সাপে কাটা স্ত্রীর চিকিৎসার ব্যবস্থা না করে তাঁকে চাপা দিয়ে রেখেছিলেন গোবরের একটি ছোটখাটো পাহাড়ের তলায়। ভেবেছিলেন, তাতেই সাপের বিষ সেরে যাবে। কিন্তু তা হয়নি। উল্টে স্ত্রী মারা গিয়েছেন প্রায় সঙ্গে সঙ্গে।


এমনই কাণ্ড ঘটিয়েছেন উত্তর প্রদেশের বুলন্দশহরের এক বাসিন্দা। স্ত্রী দেবেন্দ্রীর বয়স ছিল ৩৫, মাঠে কাঠ কুড়োতে গিয়েছিলেন। সেখানেই তাঁকে সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে দেবেন্দ্রী বাড়ি ফিরে স্বামীকে সে কথা জানান।

কিন্তু স্বামী তাঁকে হাসপাতালে নিয়ে যাননি। উল্টে ডেকে আনেন এক সাপের ওঝাকে। তার পরামর্শে স্ত্রীর সারা গায়ে গোবর মাখিয়ে শুইয়ে দিয়ে তাঁর ওপর গোবরের স্তুপ জমা করেন তিনি।

কিন্তু গোবরের গুণ বাঁচাতে পারেনি দেবেন্দ্রীকে। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।