ঝাঁসি: উত্তরপ্রদেশে হাইওয়েতে একটি গাড়ির মধ্যে স্বামীর সামনেই এক মহিলাকে ধর্ষণ করল আট দুষ্কৃতী। জালাউন জেলায় গত বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটেছে।ওই মহিলাকে ধর্ষণের পর ওই দম্পতির কাছ থেকে টাকাপয়সা ও জিনিসপত্র লুঠ করে তাঁদের আউরাইয়া-জালাউন হাইওয়েতে ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।

পুলিশ জানিয়েছেন, পেশায় শিল্পী জালাউনের ওই দম্পতি জয়পুর থেকে বাড়ি ফিরছিলেন। বৃহস্পতিবার মাঝরাতে তাঁরা ট্রেনে তাঁরা আউরিয়াতে পৌঁছন। স্টেশনে নেমে তাঁরা গাড়ি খুঁজছিলেন। সেই সময় একটি লোডার ভ্যানের চালক তাঁদের লিফ্ট দেওয়ার প্রস্তাব দেয়।

মাঝপথে গাড়িটি একটি মদের দোকানের সামনে থামে। সেখানে কয়েকজন গাড়িতে ওঠে। এরপর গাড়িটি একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে বেঁধে গাড়ির মধ্যেই আট দুষ্কৃতী ওই মহিলাকে ধর্ষণ করে। চিত্কার চেঁচামেচি করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় দুষ্কৃতীরা।

পুলিশ জানিয়েছে, রাত তিনটে নাগাদ তাঁরা কোনওক্রমে জালাউন পুলিশের কাছে পৌঁছন এবং এফআইআ দায়ের করেন। নির্যাতিতা মহিলাকে মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়।

জালাউনের অ্যাডিশনাল এসপি এস সি শাক্য বলেছেন, আট অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে গণধর্ষণ ও ডাকাতির মামলা রুজু করা হয়েছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেফতার করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।