ওই মহিলা জানান, তিনি চাকরি করতে চান। কারণ নিজের সন্তানদের বড় করতে অর্থোপার্জন করাটা তাঁর কাছে খুবই জরুরী। আইএএস অফিসার ফেসবুকে এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন। স্ত্রীর চাকরি করায় আপত্তি, ভুয়ো ইস্তফাপত্র পাঠালেন স্বামী
ABP Ananda, web desk | 10 Dec 2016 09:14 AM (IST)
শ্রীনগর: স্বামী চান না স্ত্রী চাকরি করুক। এজন্য এমন কাজ তিনি করলেন যা খুবই লজ্জাজনক। কাশ্মীরের আইএএস অফিসার শাহ ফয়জল কিছুদিন আগে তাঁর অফিসে কর্মরত এক মহিলার ইস্তফাপত্র পান। চিঠিতে চাকরি ছাড়ার তেমন কোনও কারণ দেখানো হয়নি। শুধু বলা হয়, তিনি আর চাকরি করতে চান না। দেশে বেকারত্ব যখন একটা বড় সমস্যা তখন ওই মহিলা কর্মীর বিনা কারণে চাকরিতে ইস্তফা দেওয়ার ঘটনা শাহ ফয়জলকে হতবাক করে দেয়। কয়েকদিন বাদেই ওই মহিলা কর্মী শাহ ফয়জলের অফিসে এসে জানান, ওই চিঠি তিনি নিজে লেখেননি। লিখেছেন তাঁর স্বামী। কেননা, তাঁর স্বামী চান না যে, তিনি চাকরি করুন। আর এই জন্যেই তাঁর নামে ভুয়ো ইস্তফাপত্র লিখে অফিসে পাঠিয়েছিলেন স্বামী। পুরো ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন শাহ ফয়জল। তিনি লিখেছেন, ওই মহিলা আচমকাই অফিসে এসে কান্নাকাটি শুরু করেন। এরপর ওই মহিলা জানান, তাঁর স্বামী কোনও কাজ করেন না। সেই সঙ্গে স্বামী চান না যে, স্ত্রীও চাকরি করুন।