হায়দরাবাদ: নিউজিল্যান্ডের অকল্যান্ডে পথ দুর্ঘটনায় মৃত্যু হল হায়দরাবাদের যুবক সৈয়দ আবদুল রহিম ফাহাদ (২৭)। আজই এই খবর পেয়েছে তাঁর পরিবার। ফাহাদের পরিবারের লোকজন তাঁর দেহ দেশে ফেরানোর বিষয়ে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছেন।
সংসবাদসংস্থা এএনআই-কে ফাহাদের ভাই সৈয়দ নেহমতুল্লাহ বলেছেন, ‘মধ্য অকল্যান্ডে এই দুর্ঘটনা ঘটেছে। এক ব্যক্তি মদ্যপ অবস্থায় ট্র্যাফিক সিগন্যাল অমান্য করে ফাহাদের গাড়িতে ধাক্কা মারে। সেই দুর্ঘটনাতেই তার মৃত্যু হয়েছে। আজ সকালে আমরা এই খবর পেয়েছি। মৃতদেহ যাতে দ্রুত ভারতে ফেরানো যায়, সে জন্য আমরা বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছি।’
ফাহাদের পরিবার সূত্রে খবর, দু’বছর আগে ছাত্র ভিসা নিয়ে নিউজিল্যান্ডে যান তিনি। আচমকাই তাঁর মৃত্যু হল। পরিবারের লোকজন সুষমার সাহায্য চাওয়ার পাশাপাশি নিউজিল্যান্ডে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেছেন। দুর্ঘটনায় ফাহাদের মৃত্যু হওয়ায় তাঁর পরিবারের লোকজন আর্থিক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
নিউজিল্যান্ডে দুর্ঘটনায় মৃত্যু হায়দরাবাদের যুবকের, দেহ ফেরাতে সুষমার দ্বারস্থ পরিবার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Dec 2017 03:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -