হায়দরাবাদে ১৬ বছরের মেয়েকে পতিতাবৃত্তিতে নামাল তার বন্ধুর বাবা, গ্রেফতার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2018 09:45 AM (IST)
হায়দরাবাদ: হায়দরাবাদে নিজের মেয়ের নাবালিকা বান্ধবীকে পতিতাবৃত্তিতে ঠেলে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। সাহস সঞ্চয় করে গতকাল ওই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ করে মেয়েটি। বানজারা হিলসের পুলিশ জানিয়েছে, ১৬ বছরের ওই কিশোরী বলেছে, তার বন্ধুর বাবা পতিতাবৃত্তিতে নামতে বাধ্য করেছে তাকে। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।