হায়দরাবাদ:    পলিথিন নিয়ে খেলতে গিয়ে মর্মান্তিভাবে মৃত্যু হল চার বছরের এক শিশুর। হায়দরাবাদের কুটাপল্লি থানার নিজামপেটে এই দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। খেলতে গিয়ে পলিথিনে মাথা গলিয়ে ফেলে ওই শিশু। পরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায় সে।
গতকাল বাড়িতে প্লাস্টিক কভার নিয়ে খেলছিল স্রিয়ান। হঠাত্ করেই প্লাস্টিকে মাথা ঢুকিয়ে ফেলে সে। ফলে তার মুখ ও নাকও ঢেকে যায়। খোলার আপ্রাণ চেষ্টা করে সে। আর তা করতে গিয়ে প্লাস্টিক  আরও চেপে বসে।  মায়ের চোখ এড়িয়ে যায় পুরো ঘটনাটি। শেষপর্যন্ত শ্বাসরুদ্ধ হয়ে যায় তার। মেঝেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে থেকে তার বাবা-মা স্রিয়ানকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিত্সা চলাকালেই মৃত্যু হয় স্রিয়ানের।