হায়দরাবাদ: এবার থেকে হায়দরাবাদের কোনও পাবে গিয়ে বসে মদ্যপান করতে হলেও, আপনাদের সঙ্গে রাখতে হবে এবং দেখাতে হবে আধার কার্ড। সূত্রের খবর, তেলঙ্গানা সরকারের আবগারি বিভাগের তরফে এমনই নির্দেশিকা জারি হয়েছে। রাজ্যের আবগারি দফতর তাদের নির্দেশিকায় বলেছে যেকোনও পাবে যেতে হলে, সঙ্গে রাখতে হবে সচিত্র পরিচয়পত্র। সেটা আধারই হতে হবে, উল্লেখ আছে নির্দেশিকায়।


প্রসঙ্গত, পাব বা ক্লাবগুলোতে নাবালক বা নাবালিকাদের ঢোকা আটকাতেই এই পদক্ষেপ। সেখানকার পাবগুলোতে ইদানিংকালে প্রাপ্তবয়স্কের নীচে ছেলে-মেয়েরা অবাধে ঢুকছে এবং তাদের অ্যালকোহল দেওয়াও হচ্ছে।

সম্প্রতি সেখানে শহরের এক পাবে ১৭ বছরের নাবালিকাকে হত্যা করা হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মেয়েটি তার আরও কিছু বন্ধুবান্ধবের সঙ্গে পাবে গিয়েছিল। বন্ধুরা কেউই প্রাপ্তবয়স্ক নয়। সেদিন সেখানে তাদের মদ দেওয়াও হয়। এরপরই নড়চড়ে বসে রাজ্য প্রশাসন। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছে হায়দরাবাদের সিলভার ওক স্কুলের পড়ুয়া ছিল মেয়েটি। তাকে মাঝেমধ্যেই শহরের বিভিন্ন পাবে দেখা যেত। এরপরই শুল্ক দফতরের তরফে নির্দেশিকা জারি করা হয়, যারাই পাবে যাবে, সঙ্গে রাখতে হবে আধার কার্ড। ২১ বছরের নীচে কাউকে বারে ঢুকতে দেওয়া হবে না। এছাড়াও বারের প্রত্যেক অতিথিদের বিস্তারিত তথ্যও রাখতে হবে পাব মালিকদের। মনে করা হচ্ছে প্রশাসন এভাবে রাজ্যের ড্রাগ চক্রের ওপরও নজরদারি চালাতে চাইছে।