আইএস জঙ্গিরা ‘চিক্কি’, ‘ট্যালকম’ ‘ম্যাগি’ জাতীয় বিভিন্ন সাঙ্কেতিক শব্দ ব্যবহার করে বিস্ফোরক তৈরির জন্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Dec 2016 08:17 AM (IST)
হায়দরাবাদ: সম্প্রতি তদন্তকারী সংস্থা এনআইএ-র তদন্তে হায়দরাবাদের আইএস মডিউলের বিভিন্ন কর্মকাণ্ড সংক্রান্ত নানা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সূত্রে দাবি, হায়দরাবাদের আইএস শাখা বিস্ফোরক তৈরির ক্ষেত্রে নানা সাঙ্কেতিক শব্দ ব্যবহার করে যেমন ‘চাওয়াল পকানা’, অর্থাৎ ‘ভাত তৈরি করছি’। আবার বিভিন্ন বিস্ফোরকের নাম সাঙ্কেতিক শব্দে ব্যবহার করে, যেমন ‘চিক্কি’, ‘ট্যালকম পাউডার’, ‘ম্যাগি’। এনআইএ সম্প্রতি এই সংক্রান্ত একটি তথ্য প্রকাশ করে। সেখানে এনআইএ দাবি করেছে, আইএস জঙ্গি গোষ্ঠীর আট সদস্যের সাম্প্রতিক একটি কথোপকথনের রেকর্ড তাঁদের হাতে এসেছে। সেখানেই তারা এই ধরনের সাঙ্কেতিক শব্দ ব্যবহার করে তাদের কর্মকাণ্ড চালানোর কথা বলেছে। এই জঙ্গি গোষ্ঠীর সদস্যেরা বন্দুকের সাঙ্কেতিক নাম ‘ডেস্কটপ’ এবং জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রের নাম ‘ট্রেনিং ডেস্কটপ’ দিয়েছে। এছাড়া টার্গেট প্র্যাক্টিসের সাঙ্কেতিক নাম ‘ট্যাবলেট’। সম্প্রতি দুই আইএস নেতা হাবিব মহম্মদ এবং মহম্মদ ইব্রাহিম ইয়াজদানির কথোপকথনের রেকর্ড সামনে আসে। সেখানে তাদের একজনকে বলতে শোনা গেছে শহরে এরমধ্যেই দুটি ‘ট্রেনিং ডেস্কটপ’ কার্যকলাপ চালাচ্ছে এবং খুব শীঘ্রই আরও দু একটি কাজ শুরু করবে। প্রসঙ্গত, সন্দেহ এড়াতে তাদের এই সাঙ্কেতিক ভাষা প্রয়োগ। এমনকি আইএস সদস্যদের ওপর নেতৃত্বের নির্দেশ রয়েছে দূরভাসে যতটা সম্ভব কম কথা বলতে। বেশিরভাগ কথাই ব্যক্তিগত ভাবে যখন দেখা হবে, তখন আলোচনা করতে। এমনকি মোবাইলে পাঠানো বিভিন্ন বার্তাও সময় সময় মুছে দেওয়ার নির্দেশ আছে। আইএস নেতৃত্বের তাদের গোষ্ঠীর সদস্যদের ওপর আরও নির্দেশ ছোট ছোট গোষ্ঠীতে ভাগ হয়ে নিজেদের কর্মকাণ্ড চালাতে হবে। এছাড়া ইন্টারনেটে আইএস সংক্রান্ত কোনও তথ্য সার্চ না করতে, খুব সাধারণ জীবন যাপন করতে। এমনকি সামান্য পরিচিতর কাছেও গোষ্ঠী সম্পর্কে কখনও কোনও কথা না বলতে।