গোপন সূত্রে খবর পেয়ে কমিশনারের সাউথ টিমের টাস্ক ফোর্স সৈয়দ শাহিদ হুসেন নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে। মাদকাসক্তদের কাছে গাঁজা বিক্রির সময় গোলকোন্ডা থেকে হাতেনাতে তাকে পাকড়াও করা হয়।
পুলিশ তাঁর কাছ থেকে ৪০ টি গাঁজা গাছের টব, ৮.৫ কেজি গাঁজা, একটি টু-হুইলার এবং নগদ ৩২ হাজার টাকা বাজেয়াপ্ত করেছে। পুলিশের ডেপুটি কমিশনার এন কোটি রেড্ডি বলেছেন, ধৃত ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়েছিল। পরে সে চান্দুর এলাকা থেকে সাড়ে তিন হাজার টাকা কেজি দরে গাঁজা কিনে হায়দরাবাদে নেশাগ্রস্তদের কাছে প্রতি কেজি ১৬ হাজার টাকা বিক্রি করতে শুরু করে।
মাসতিনেক আগে সে নিজেই বাড়িতে গাঁজা চাষ করার চিন্তাভাবনা শুরু করে। এ ব্যাপারে সে তার মার্কিন বন্ধু গ্যারিথ ক্রিস্টোফারের সঙ্গে যোগাযোগ করে। গ্যারিথের পরামর্শমতো কিছু ভিডিও দেখে বাড়িতে গাঁজা চাষের কৌশল রপ্ত করে। এরপর বাড়িতে পরীক্ষামূলকভাবে চাষও শুরু করে বলে পুলিশ জানিয়েছে।