হায়দরাবাদ: ব্যাঙ্ককর্মীকে বিয়ে, রঙিন বোরখা পরায় নিষেধাজ্ঞার পর এবার নয়া ফতোয়া জারি মৌলবীদের। হায়দরাবাদের ইসলামীয় শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া নির্দেশ দিয়েছে, চিংড়ি মাছ হারাম, মুসলমানরা তা খেতে পারবেন না।


১৪২ বছর বয়সি এই প্রতিষ্ঠানের প্রধান মুফতি মহম্মদ আজিমুদ্দিন ১ জানুয়ারি এই ফতোয়া জারি করেছেন।

ফতোয়ায় বলা হয়েছে, চিংড়ি আসলে পোকা, কোনওভাবেই মাছের পর্যায়ে পড়ে না সে। তাই চিংড়ি খাওয়া কঠোরভাবে নিষিদ্ধ, মুসলমানরা তা খেতে পারবেন না।

ইসলামীয় নিয়মে খাবার তিন রকম- হালাল, যা আইনিভাবে সিদ্ধ, হারাম, যা খাওয়া উচিত নয় ও মাকরুহ, যা পুরোপুরি নিষিদ্ধ।

যদিও অনেক মৌলবীই এই নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন।